Dhupguri Bypoll:  যেমন সাগর দিঘি দেখিয়েছে তেমন ধূপগুড়িও দেখাবে- মহম্মদ সেলিম

selim



যেমন সাগর দিঘি দেখিয়েছে তেমন ধূপগুড়িও দেখাবে।ধূপগুড়ি উপ নির্বাচনে সিপিএম মনোনীত বাম কংগ্রেস জোট প্রার্থী ইশ্বর চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে এই মন্তব্য করলেন মহম্মদ সেলিম।

শুক্রবার ধূপগুড়ি ডাকবাংলো ময়দানে ছিলো জোটের সভা। সেই সভায় এসে এই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপাশি মুম্বাই এ আয়োজিত ইন্ডিয়া জোটের বৈঠক প্রসঙ্গে তাকে প্রশ্ন করলে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।এদিন ধূপগুড়ি তে প্রচারে এসেছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি অধির রঞ্জন চৌধুরীও।