DA News : রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ নিয়ে বিধানসভায় বিরাট ঘোষণা  মন্ত্রীর 




বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের সরকারী কর্মচারীদের ডিএ প্রসঙ্গে মন্ত্রী শোভনদেব বলেছেন- সঠিক সময় মহার্ঘ ভাতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একদিকে যখন বকেয়া ডিএ না দিয়ে সুপ্রীম কোর্টে আবেদন জানাচ্ছে রাজ্য সেই সময় মন্ত্রীর এমন কথায় চাঞ্চল্য তৈরি হয়েছে।


শনিবার বিধানসভায় ডিএ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী শোভনদেব বলেন, ‘‘সঠিক সময় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবেন। মমতা চান সরকারি কর্মীরা ভাতা পান। তবে মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষের কথাও ভাবতে হয়। তিনি রাজ্যে গরিব মানুষের কথা মাথা রেখে বেশ কিছু প্রকল্প চালু করেছেন। তাঁদের কথাই আগে ভাবতে হচ্ছে।’’


একই সঙ্গে মুখ্যমন্ত্রীর মানবিক দিকের কথা তুলে ধরে শোভনদেব আরও বলেন, ‘‘যাঁরা ডিএ পাচ্ছেন না, তাঁরা দু’বেলা দু’মুঠো খেতে পান। কিন্তু যাঁদের জন্য মুখ্যমন্ত্রী প্রকল্পগুলি করেছেন, তাঁরা প্রতিদিন বাজারে যেতে পারেন না। দু’বেলা হয়তো ঠিক মতো খেতেও পান না। তাই মুখ্যমন্ত্রী সেই সব মানুষের কথাও ভাবছেন।’’


যদিও, মন্ত্রী শোভনদেবের এহেন বক্তব্যে আস্থা রাখতে নারাজ রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহ বলেন, ‘‘আমরা রাজ্য সরকারের হলফনামা দেখেই বুঝেছি, আমাদের আরও কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আমরা সব রকম লড়াইয়ের জন্য প্রস্তুত। তাই আমাদের কাছে মন্ত্রীর বক্তব্যের কোনও যৌক্তিকতা নেই।’’


প্রসঙ্গত চলতি বছরের ২০ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। (সম্প্রতি কেন্দ্র সরকার আরও ৪ শতাংশ ডিএ কেন্দ্রীয় কর্মীদের জন্য ঘোষণা করেছে।) যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।