Primary TET: প্রাথমিক প্রার্থীদের জন্য সুখবর! ফল নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের 

Primary




প্রাথমিক শিক্ষক প্রার্থীদের জন্য সুখবর। প্রাথমিকে নিয়োগ জট কাটাতে এবার প্রাথমিক টেটের নম্বর প্রকাশ করবে পর্ষদ। মামলা কারীদের আইনজীবীদের সাথেই বৈঠকে নাকি এমনি সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পাশাপাশি জানা যাবে যে TET পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী পাস অথবা ফেল।




কলকাতা হাইকোর্টের পরামর্শ অনুযায়ী মামলাকারীদের আইনজীবীর সঙ্গে বৈঠক করে পর্ষদ এমনটাই খবর। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত।




পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে 2014 এবং 2017 সালের টেট পরীক্ষার্থীদের নম্বর জানালেও সার্টিফিকেট দেয়নি পর্ষদ। এদিকে পর্ষদের তরফে মে বিশেষ বিজ্ঞপ্তি বেরিয়েছে তাই নিয়ে মামলা হয়েছে উচ্চ আদালতে।



চাকরিপ্রার্থীদের অভিযোগ ২০১৪ এবং ২০১৭ এর টেট উত্তীর্ণরা এখনো TET পাশের সার্টিফিকেট পাননি। কে কত নম্বর পেয়েছেন তা জানানো হয়নি। এর মাঝেই নয়া টেট বিজ্ঞপ্তি দেওয়া জটিলতার সৃষ্টি হতে পারে বলে মনে করেছে মামলাকারীরা।




মামলা কারীদের কথায়, টেটের নম্বর জানা থাকলে যদি কেউ একাধিক বার টেট পাশ করে থাকে তবে বেশি নম্বর পাওয়া টেট সার্টিফিকেট চাকরিক্ষেত্রে ব্যবহার করবে তারা। আর এর ফলে অতিরিক্ত সুবিধা মিলতে পারে তাঁদের।