Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব শান্তির বার্তা নিয়ে বিশ্বের ১১ টি দেশ ভ্রমণ করে ভারতে এলেন ইউরোপের যুবক এটিলা

ইউরোপের হাঙ্গেরি প্রদেশের যুবক এটিলা বার্তা এসে পৌঁছালেন গোপীবল্লভপুরে


etila


শচীন পাল, ঝাড়গ্রাম: 

বুধবার বিকেলে হাঙ্গেরির ওই সাইকেলিস্ট গোপীবল্লভপুরে পৌঁছাতেই গোপীবল্লভপুরের প্রাণকেন্দ্র সুবর্ণরেখার নদীর ওপর সিধু কানু বিরসা সেতুতে সংবর্ধনা দিলেন সুবর্ণ রৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ "আমারকার ভাষা আমারকার গর্ব"। এদিন সাইকেলইস্ট এটিলা বার্তার হাতে ফুলের তোড়া এবং উপহার তুলে দেন ফেসবুক গ্রুপের সদস্যরা।

উল্লেখ্য ছোটবেলা থেকেই বিশ্ব ভ্রমণের স্বপ্ন ছিল হাঙ্গেরির সাইকেলিস্ট এটিলা বার্তার। বয়স বাড়ার সাথে সাথে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেন ওই যুবক। গত ১৬ মাস আগে বাড়ি থেকে বেরোন বিশ্বভ্রমণের উদ্দেশ্যে।

জানা গেছে ওই যুবক ইতিমধ্যে বিশ্বের ১১ টি দেশ ভ্রমণ করে নিয়েছেন। গত একমাস আগে কাশ্মীর দিয়ে ভারতে প্রবেশ করেছেন। বর্তমানে কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে এটিলা বার্তা। যাত্রা পথে আজ এসে পৌঁছান গোপীবল্লভপুরে তখনই ওই যুবককে সংবর্ধনা দিলেন সুবর্ণ রৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ "আমারকার ভাষা আমারকার গর্ব" এর সদস্যরা।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code