বড় খবর: বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষক আবার স্কুলে যোগদান করতে চলেছেন, বিজ্ঞপ্তি পর্ষদের

বড় খবর



কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছিল ২৬৮ জন শিক্ষকের। তবে মামলা সুপ্রিম কোর্টে গেলে সুপ্রীম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়। আর এবার চাকরিতে পুনর্বহালের করা হচ্ছে সেই ২৬৮ জন শিক্ষককেই। বিজ্ঞপ্তি দিয়ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।


‘চাইলে চাকরি বাতিল হওয়া ২৬৮ জন শিক্ষক স্কুলে যেতে পারেন’, জেলা বিদ্যালয় সংসদকে এমনি নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।


হাইকোর্টের নির্দেশে বাতিল হয় ২৬৮ জনের চাকরি। সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই চাকরি বাতিল হওয়া শিক্ষকদের কাজে যোগ দেওয়ার সুযোগ।

Letter_to_Nadia_DPSC_to_withdraw_the_termination_candidates_within-1



প্রসঙ্গত আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন ২৬৮৮ জন শিক্ষক।



২৬৮ জনের মধ্যে কোচবিহার থেকে রয়েছেন ৩২ জন, নদীয়া জেলা থেকে ১৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। উত্তর দিনাজপুরে ৪০ জন। বর্ধমানে ১৭ জন । ২৬৯ জনের মধ্যে শুধু হুগলি জেলাতেই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ৬৮ জন প্রাথমিক শিক্ষক। বাঁকুড়াতে ১১ জন, আলিপুরদুয়ারে ১ জন।