Latest News

6/recent/ticker-posts

Ad Code

Reunion Festival : নৃ-তত্ত্ব বিভাগের পুনর্মিলন উৎসব

নৃ-তত্ত্ব বিভাগের পুনর্মিলন উৎসব


Reunion Festival


বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিভাগের তৃতীয় পুনর্মিলন উৎসব হয়ে গেল ৬\১১\২০২২। বিভাগের বয়স ৪০ বছর। বিশ্ববিদ্যালয়ে প্রথম ৬ টি বিভাগের মধ্যে নৃ-তত্ত্ব একটি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিঞ্জান বিভাগ ও কলা বিভাগের দুই ডিন প্রফেসর সত্যজিত সাহা ও প্রফেসার তপন দে এছাড়া বিভাগের প্রথম দিনের অধ্যাপক অভিজিৎ গুহ, বিভাগীয় প্রধান অধ্যাপক কৌশিক বোস।


গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। স্বাগত ভাষন দেন কমিটির সভাপতি অধ্যাপক অমিত কুমার কিস্কু।

এই পুনর্মিলন উৎসবে বিভাগের ১৯৯১ সালের ডঃ রঞ্জন কুমার শাসমল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে 'শিক্ষা রত্ন' পুরস্কার পান, তাঁকে এই মঞ্চে সম্মান জানানো হয়।

Reunion Festival

প্রাক্তনী দের স্মৃতি চারন, বক্তব্য, নাচ, গান, আবৃত্তি। অংশগ্রহণ করেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টায় শেষ হয় সন্ধ্যা ৭ টায়। ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন সম্পাদক কৌস্তব ধর।

অনুষ্ঠানে নতুন করে বিভাগীয় প্রাক্তনী সমিতি গঠন করা হয়। সম্পাদিক ও সভাপতি হয়েছেন সুজন বেরা ও অধ্যাপক অমিত কিস্কু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code