Teacher Recruitment: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, করুন আবেদন

 students and teacher in classroom



চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের একটি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিষয়ক আধিকারিক দপ্তরের তরফে জলপাইগুড়ি জেলার একটি স্কুলে পদার্থবিদ্যা, অর্থনীতি, গণিত, রসায়ন এবং জীবন বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যদি একাধিক প্রার্থী ইন্টারভিউয়ে একই নম্বর পায় তাহলে বয়সে অগ্রাধিকার দেওয়া হবে।




পদার্থবিদ্যা, অর্থনীতি, গণিত, রসায়ন এবং জীবন বিজ্ঞান প্রতিটি বিষয়ে একটি করে শূন্যপদ রয়েছে। আবেদন করতে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। প্রতিটি বিষয়ে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতোকত্তর পাশ হতে হবে এবং বিএড থাকতে হবে। মাসিমা বেতন হবে ১২০০০ টাকা।

১৮ই নভেম্বর ২০২২ তারিখের মধ্যে অফলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি প্রজেক্ট অফিসার অ্যান্ডডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ডট্রাইবাল ডেভেলপমেন্ট, শিবাজি রোড, জলপাইগুড়ি ৭৩৫১০১ ঠিকানায় পাঠাতে হবে।




বিস্তারিত জানতে ক্লিক করুন: Click Here