WB DA News: DA সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হাইকোর্টে



Kolkata High Court


ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হাইকোর্টে। ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে। বুধবার বকেয়া ডিএ নিয়ে রাজ্যের বিরুদ্ধে মহার্ঘভাতা বা ডিএ নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশ পালন না করার অভিযোগ তুলে করা মামলার শুনানি। রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে কর্মচারী সংগঠনগুলি।




আদালত হলফনামা জমা করার নির্দেশ দেয় অন্যদিকে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য। আজ বিচারিপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে অনেকদিন ধরেই চলছে চাপানউতোর।




চলতি বছরের ২০ মে হাই কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। আদালতের নির্দেশ মতো সময় পেরোলেও ডিএ পায়নি কর্মীরা। অবশেষে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করে কর্মী সংগঠন। এখন দেখার কলকাতা হাইকোর্টে বকেয়া ডিএ নিয়ে শুনানি কোন দিকে গড়ায়।