ইনস্টাগ্রামে পোস্ট করা উপার্জন থেকেই বাড়ির ইএমআই দেন শ্রীদেবী-কন্যা!

Blue dress women



শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর বলিউড ইন্ডাস্ট্রিতে স্বনামধন্য অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। শুধু তা-ই নয়, মাথায় তাঁর বুদ্ধিও খেলে ভালই। 


জাহ্নবী কাজের ফাঁকে সমাজমাধ্যমে যা কিছু পোস্ট করেন , তা সবই উদ্দেশ্যপ্রণোদিত। ‘মিলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই ফাঁস করলেন সে কথা। 


তিনি জানালেন, সমাজমাধ্যমের উপার্জন থেকেই তো বাড়ির ইএমআই দেন। বাকিটা হাতখরচ।


জাহ্নবী জানান, আমায় যদি পাঁচটা লোকের কিউট মনে হয়, তা হলে আরও বেশি বেশি নজরে আসব। বেশি লোকে লাইক করবে আমার ছবি। তা থেকে কয়েকটা সংস্থার প্রস্তাব আসবে। মোটের উপর ধারের কিস্তি মেটানো সহজ হবে আমার পক্ষেই।