Mamata Banerjee: উচ্চশিক্ষায় অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে ডি’লিট দিচ্ছে সেন্ট জেভিয়ার্স


Mamata Banerjee


কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর সেন্ট জেভিয়ার্স, ডি’লিট পাচ্ছেন মমতা। উচ্চশিক্ষায় অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে ডি’লিট দিচ্ছে সেন্ট জেভিয়ার্স। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিতে একটি চিঠি পাঠিয়েছে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ। আগামী বছর ৬ ফেব্রুয়ারি তাঁর হাতে এই সম্মান তুলে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি ৭৭০ জন স্নাতক ও স্নাতোকত্তরের পড়ুয়াদের সম্মান জানানো হবে। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ডি'লিট তুলে দেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠি পাওয়ার পর মু্খ্যমন্ত্রী এই সম্মান নিতে রাজি হয়েছেন বলে খবর। 


২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) ডিলিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাটির হাত থেকে বিশিষ্ট উপাধি গ্রহন করেন মুখ্যমন্ত্রী। অতীতে ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’ মমতাকে সাম্মানিক ডক্টরেট দিয়েছিল। এবার বিশিষ্ট দিচ্ছে সেন্ট জেভিয়ার্স। প্রসঙ্গত, এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রয়েছে মুখ্যমন্ত্রীর।