Primary TET: টেটের ফল প্রকাশ নিয়ে কি ভাবছে পর্ষদ? 


Kolkata High Court

শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের আবেদন শুরু হয়েছে। এর মধ্যেই টেটের ফল প্রকাশ নিয়ে কি ভাবছে পর্ষদ তা জানতে চেয়ে হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকেই মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে পর্ষদকে বৈঠক করার পরামর্শ দিয়েছেন। কীভাবে সমস্যার সমাধান? আগামী সোমবার আদালতকে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।




প্রাথমিক টেটে একাধিকবার পাশ করা প্রার্থীরা টেটে নিয়োগের জন্য কোন বছরের শংসাপত্র জমা দেবেন? যে টেটে বেশি নম্বর পেয়েছেন সেটা যদি জমা দিতে হয় তাহলে নম্বর জানাটা জরুরী। কিন্তু নম্বর জানতে পারেননি তাঁরা। অবশেষে তাঁরা এই প্রশ্নের জবাব খুঁজতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা। 



মামলাকারীদের দাবি, যে বছর টেটে বেশি নম্বর পেয়েছেন, সেবছরের শংসাপত্রই জমা দিতে চান। কিন্তু নম্বর না জানার কারণে  চাকরির জন্য আবেদন করতে পারছেন না তাঁরা। এদিন মামলাটি শুনানি হয় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। এদিন শুনানিতে পর্ষদকে মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করার কথা বলে পর্ষদকে।