Latest News

6/recent/ticker-posts

Ad Code

Twitter: বদল হতে চলেছে টুইটারে, মাস্ক মালিকানায় নয়ারুপে আসছে Twitter!

Twitter: বদল হতে চলেছে টুইটারে, মাস্ক মালিকানায়  নয়ারুপে আসছে Twitter!

Twitter


টেসলার কর্ণধার এলন মাস্ক (Elon Musk) মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মালিকানা পেতে পেতেই ভোর বদলাচ্ছে টুইটারের। ছাঁটাই করা হয়েছে যেমন একাধিক কর্মীকে তেমনি বদলানোর পথে ব্লু টিক (Blue Tick) বা ভেরিফায়েড অ্যাকাউন্ট পলিসিও। এবার বদল আসছে টুইটারের হোম পেজেও।




এতদিন ইউজাররা টুইটার অ্যাকাউন্ট থেকে লগ আউট করলে টুইট, ট্রেন্ডিং বিষয়, খবর কোনও কিছুই দেখতে পেতেন না কিন্তু এখন লগ আউট করলেও টুইট, ট্রেন্ডিং বিষয়, খবর অর্থাৎ এক্সপ্লোর পেজ দেখা যাবে বলেই দাবি করা হয়েছে এক রিপোর্টে।




মিডিয়া রিপোর্ট বলছে, ভেরিফায়েড অ্যাকাউন্ট বা টুইটারে ব্লু টিক (Blue Tick) পেতে দিতে হবে টাকা। ব্লু টিক অ্যাকাউন্ট পেতে ৪.৯৯ ডলার বা ৪১০ টাকা গুনতে হবে প্রতি মাসে। কোনও কোনও রিপোর্ট অবশ্য বলছে প্রায় ১৯.৯৯ ডলার বা ১৬০০ টাকা দিতে হতে পারে। এ নিয়েও বাড়ছে বিতর্ক।




৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বা ৪ হাজার ৪০০ কোটির বিনিমেয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার (Twitter) কিনে নিয়েছেন টেসলার মালিক ধনকুবের এলন মাস্ক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code