Primary TET: প্রাথমিক টেটের পরিবেশবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 

Primary TET


পরিবেশবিদ্যা 


1. পরিবেশবিদরা শিক্ষক/শিক্ষিকা হিসেবে কলেরা রোগের চিকিৎসায় নীচের কোনটি ব্যবহার করার কথা আপনি বলবেন? 

a) GPS 

b) BRS 

c) NRS 

d) ORS 

Ans: d) ORS 

2. আয়নিত বিকিরণের মাত্রার একক হল

a) RAD

b) BOD

c) CAD

d) কোনোটিই নয়

Ans. a) RAD 

3. নীচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না? 

a) লোম 

b) চুল 

c) রক্ত 

d) পালক 

Ans. c) রক্ত 

4. নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়?

a) COPD

b) টাইফয়েড

c) কলেরা

d) ম্যালেরিয়া

Ans. a) COPD

5. সুন্দরবন কত সালে ইউনিসেকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়?

a) ২০০১

b) ১৯৯২

c) ১৯৬৭

d) ১৯৮৭

Ans. d) ১৯৮৭

6. দুধের কোন উপাদানটি প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?

a) এলবুমিন

b) গ্লোবিউলিন

c) ল্যাকটোজ

d) কেসিন

Ans. c) ল্যাকটোজ

7. নিচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়?

a) জ্যাট্রোফা

b) আম

c) সরষে

d) কার্পাস 

Ans. a) জ্যাট্রোফা 

8. পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি?

a) একশৃঙ্গ গন্ডার

b) মেছো বিড়াল

c) হাতি

d) রয়েল বেঙ্গল টাইগার

Ans. b) মেছো বিড়াল

9. ভারতের প্রতিবেশী কোন দেশে জাতীয় পশু টাকিন?

a) নেপাল

b) ভুটান

c) পাকিস্তান

d) চিন

Ans. b) ভুটান

10. আরাবাড়ি কিসের জন্য বিখ্যাত? 

a) চিপকো আন্দোলন

b) গ্যাস দুর্ঘটনা

c) যৌথ বনরক্ষা ব্যবস্থা

d) স্পঞ্জ আয়রন কারখানা

Ans. c) যৌথ বনরক্ষা ব্যবস্থা 

11. ভারতবর্ষের কোন শহরে ভূ তাপীয় শক্তির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়?

a) পুণে

b) চণ্ডীগড়

c) কলকাতা

d) সুরাট

Ans. d) সুরাট 

12. ধুলো কণার গায়ে জলীয় বাষ্প জমে তৈরি হয়-

a) নক্ষত্র

b) গ্রহ

c) ছায়াপথ

d) মেঘ

Ans. d) মেঘ

13. নিম্নে উল্লেখিত রোগগুলির কোনটির চিকিৎসা পদ্ধতি DOT? 

a) কলেরা

b) যক্ষ্মা

c) টাইফয়েড

d) হেপাটাইটিস

Ans. b) যক্ষ্মা

14. বৃষ্টির সম্ভাবনার কথা প্রথম কোন প্রানী আগে জানতে পারে? 

a) কুকুর

b) পিঁপড়ে

c) গোরু

d) মুরগি 

Ans. b) পিঁপড়ে

15. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী

a) ভীমরাও রামজি আম্বেদকর

b) মৌলানা আবুল কালাম আজাদ

c) জওহরলাল নেহেরু

d) মোহনদাস করমচাঁদ গান্ধী

Ans. b) মৌলানা আবুল কালাম আজাদ

16. নীচের কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায়?

a) গোবর

b) মাছের কাঁটা

c) প্লাস্টিক

d) পুরানো কাগজ

Ans. c) প্লাস্টিক

17. কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়?

a) আম

b) সিঙ্কোনা

c) অর্জুন

d) তামাক

Ans. c) অর্জুন

18. চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে বলে

a) মায়োপিয়া

b) ক্যাটার্যাক্ট

c) হাইপারমেট্রপিয়া

d) প্রেসবায়োপিয়া 

Ans. a) মায়োপিয়া 

19. পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে কারণ

a) আর্দ্রতা কম

b) উঁচুতে রান্না করতে অসুবিধা বলে

c) চাপ কম

d) তাপামাত্রা কম

Ans. c) চাপ কম 

20. একটি তরল অধাতু হল

a) পারদ

b) ব্রোমিন

c) কার্বন

d) সালফার

Ans. b) ব্রোমিন

21. নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে কোনটি তড়িৎ এর সবচেয়ে ভালো পরিবাহী?

a) রুপো

b) সোনা

c) জিঙ্ক

d) তামা

Ans. a) রুপো 

22. মৃত্তিকার উর্বরতা শক্তি বজায় রাখতে এবং মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে কোনটি সর্বাধিক কাম্য?

a) রাসায়নিক সার প্রয়োগ

b) ব্যবহার না করে জমি পরিত‌্যক্ত রেখে প্রাকৃতিক প্রক্রিয়ায় উর্বরতা বৃদ্ধি

c) কম্পোস্ট ও জৈব সার ব্যবহার

d) অঞ্চলের বনভূমি কেটে পুড়িয়ে যে ছাই উৎপন্ন হয় তার মিশ্রনের ফলে উর্বরতা বৃদ্ধি (জুম চাষ) 

Ans. c) কম্পোস্ট ও জৈব সার ব্যবহার 

23. মিড ডে মিল রান্নাল জন্য যে লবন ব্যবহৃত হয় তার ফরমুলা 

a) NaCl

b) KCl

c) MgCl2

d) CaCl2

Ans. a) NaCl

24. স্প্রিং তুলার সাহায্যে কোথায় ১ কিগ্রা তুলো বেশী পাওয়া যাবে?

a) মেরুতে

b) 45 ডিগ্রি অক্ষাংশে

c) 45 ডিগ্রি দ্রাঘিমাংশে

d) বিষুবরেখায়

Ans. a) মেরুতে

25. কোনটি এক্সসিটু সংরক্ষনের উদাহরণ?

a) চিড়িয়াখানা

b) জাতীয় উদ্যান

c) অভয়ারণ্য

d) বায়োস্ফিয়ার রিজার্ভ

Ans. a) চিড়িয়াখানা