Nishit Pramanik: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়ে হামলার চেষ্টা, অভিযোগের তীর তৃণমূলের দিকে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়ে হামলা চেষ্টা, অভিযোগের তীর তৃণমূলের দিকে। আজ কোচবিহার জেলার সাংসদ তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক সিতাইয়ের বিভিন্ন অঞ্চল থেকে বুথে বুথে কর্মীদের সাথে দেখা করতে যান। আর সেখানেই নিশীথ প্রামানিকের কনভয়ে হামলার চেষ্টা হয়।
কোচবিহার জেলার সাংসদ তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, তৃণমূলের দ্বারা আক্রান্ত কর্মীদের বাড়িতে যেতেই আজ সিতাইয়ে এসেছি। তৃণমূলের সাংগাঠনিক কোনো ভিত নেই। এখানে মহিলা থেকে শুরু করে পুরুষ সহ যারা আমাদের সংখ্যালঘু কর্মী রয়েছেন তাঁদের ওপর আক্রমন করা হয়েছে। তৃণমূলের বোঝা উচিত মানুষ তাঁদের পাশ থেকে সড়ে গেছে। মানুষকে ভালোবেসে পাশে থেকে তাঁদের মন জয় করতে হয়।
জানা যাচ্ছে, নিশীথ প্রামানিকের কনভয় দেখে একদল মানুষ রাস্তায় কালো পতাকা দেখায়। মন্ত্রীর বেশ কিছু সমর্থক বাইকে ছিল। বাইকের ওপর হামলা চালায়। এই ঘটনায় প্রতাপ বর্মন ও জয়দ্বীপ মণ্ডল নামে দুজন আহত হয়েছেন বলে খবর। পাশাপাশি ৩টি মোটরবাইক ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশ প্রশাসন থেকে জানা যায় এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার কথায়, পূর্ব কর্মসূচি হিসেবে আজকের কর্মসূচি, জানানো হয়েছে পুলিশ প্রশাসনেও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊