লপিজি গ্যাসের দাম থেকে শুরু করে এটিএম-এ টাকা তোলা একাধিক নিয়ম পরিবর্তন 


new rule


১লা ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে এটিএম-এ টাকা তোলা- সব ক্ষেত্রেই কিছু বদল আসতে পারে নয়া মাসের শুরুর থেকেই।



জানা যাচ্ছে ১লা ডিসেম্বর থেকে এটিএম থেকে টাকা তোলা আরো বেশি নিরাপদ হতে চলেছে। পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক সম্প্রতি একটি সিস্টেম নিয়ে হাজির হয়েছে। এটিএম-এ কার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিসি আসবে সেই ওটিসি দিলে তবেই তোলা যাবে টাকা। পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের এই পদ্ধতির পর আরো অনেক ব্যাঙ্ক এই নিয়ে চিন্তা ভাবনা করছে।



পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ লাইফ সার্টিফিকেট। মা জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে নভেম্বর। এই সময়ের মধ্যে জমা না দিলে সমস্যায় পড়তে পারেন পেনশনভোগীরা।



গত মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হ্রাস করা হয়েছে। সূত্রের খবর কমতে পারে রান্নার গ্যাসের দাম। প্রতি মাসের শুরুতেই গ্যাসের দামের ঘোষণা করে বিপণন সংস্থাগুলি। ফলে ১ ডিসেম্বর জানা যাবে কি ঘটে।



থার্ড পার্টি বিমা করার সময়ে চার্জ বাড়তে পারে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, চার্জ নামমাত্রই বৃদ্ধি পাবে।