Latest News

6/recent/ticker-posts

Ad Code

'গ্রাম জাগাও,চোর তারাও,বাংলা বাঁচাও' ব্যানারে জ্যাঠা সিপিআইএমের

'গ্রাম জাগাও,চোর তারাও,বাংলা বাঁচাও' ব্যানারে জ্যাঠা  সিপিআইএমের


গ্রাম জাগাও,চোর তারাও


পঞ্চায়েত ভোটের আগে নভেম্বর মাস জুড়ে পশ্চিমবঙ্গের প্রতিটি বুথে বুথে গ্রাম জাগাও,চোর তারাও,বাংলা বাঁচাও এই ব্যানারে জ্যাঠা করবে সিপিআইএমের ছাত্র,যুব কৃষক ও মহিলা সংগঠনগুলি। আজ থেকে এই জ্যাঠা শুরু হয়ে আগামী ২১শে নভেম্বর অবধি গোটা বাংলা জুড়ে প্রত্যেকটি বুথে বুথে পৌঁছে যাবে এই জ্যাঠা।


আজ গোটা কোচবিহার জেলার পাশাপাশি দিনহাটা ১ নম্বর ব্লকের পুটিমারি ১ নং অঞ্চলে পদযাত্রার মধ্য দিয়ে এই জ্যাঠার শুরু হয়।কাজ চাই, শিক্ষা চাই,ফসলের দাম চাই, দুর্নীতি মুক্ত বাংলা চাই,স্বচ্ছ পরিচ্ছন্ন পঞ্চায়েত চাই,ধর্মের বিভেদ নয় ঐক্য চাই, দিনহাটা ২ নং ব্লকে কলেজ চাই,দিনহাটায় পূর্ণাঙ্গ ও ইনডোর স্টেডিয়াম চাই, অবস্থানরত বঞ্চিত যোগ্য প্রার্থীদের অবিলম্বে চাকরির ব্যবস্থা করতে হবে এইসব দাবিতে আজ দিনহাটা এক নং ব্লকের পুটিমারি এক নং অঞ্চলের সমস্ত বুথে এই পদযাত্রা প্রদক্ষিণ করে।


উপস্থিত নেতৃবৃন্দ বলেন "লুটেরাদের উচ্ছেদ করে আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও আজকে এই পদযাত্রা শুরু হয়। আগামীতে গ্রামকে জাগিয়ে তুলে চোরদের তাড়িয়ে বাংলাকে বাঁচাতে এই পদযাত্রা আগামী দিনগুলিতে প্রত্যেকটি বুথে বুথে প্রদক্ষিণ করবে।"

গ্রাম জাগাও, চোর তারাও



তারা আরো বলেন এই পদযাত্রায় আজকে সাধারণ মানুষের উৎসাহ ও সমর্থন ছিল চোখে পড়ার মত। আজকের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন CITU কোচবিহার জেলা সভাপতি প্রবীর পাল,CITU নেতা তাপস চৌধুরী,AIKS নেতৃত্ব আবুল কালাম আজাদ,নরেন অধিকারী,কৃষ্ণকান্ত শর্মা,DYFI নেতৃত্ব অমিত অধিকারী, অনিকেশ বর্মন,SFI নেতা আক্রাম মিয়া সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code