'মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে!': বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 


High Court


ফের বিস্ফোরক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাঠগড়ায় মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ নিজেকে হাইকোর্ট ভাবে এমনটাই মন্তব্য করলেন বিচারপতি।



বিচারপতি গঙ্গোপাধ্যায় তোপ দেগে বলেন, 'মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে!' বিচারপতির তোপ, রাজ্যের একাধিক শিক্ষা সংক্রান্ত অফিসার জেলে রয়েছেন। কিন্তু তারপরেও এই বোর্ডের দৃষ্টিভঙ্গি আচরণ পরীক্ষার্থী এবং পড়ুয়া বিরোধী।



গত ২৮শে অক্টোবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রিয়ঙ্কা সাউকে নিয়োগপত্র দেওয়ার দিলেও নিয়োগপত্র দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। বিচারপতির কথায়, মধ্যশিক্ষা পর্ষদ যদি সময়মতো নিয়োগপত্র দিতে না পারে তাহলে আদালতে সময় চাইলো না কেন? এনিয়ে সভাপতিকে তলব করে আদালতে।



পর্ষদ জানায়, ২৮ অক্টোবর এসএসসি নিযোগ সুপারিশপত্র হার্ড কপি হাতে পায় মধ্যশিক্ষা পর্ষদ। তাই ২৮ অক্টোবর প্রিয়াঙ্কা সাউকে নিয়োগপত্র দিতে পারেনি। এরপর সভাপতির হাজিরা প্রত্যাহার করেন বিচারপতি।