শুধু চপ ভাজলেনই না, পরিবেশনও করলেন নিজ হাতে
নিজেই বলতেন চপ বিক্রির কথা, এবার নিজেই ভেজে দেখালেন । শুধু ভাজলেন না নিজের হাতে পরিবেশনও করলেন ভাজা চপ। হ্যা, এমনই দৃশ্য দেখা গেলো জঙ্গলমহলে ।
এদিন বেলপাহাড়িতে শহিদ বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। বেলপাহাড়ির অনুষ্ঠান সেরে ঝাড়গ্রামের দিকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পথে শিলদার কুরচিবনি গ্রামে গিয়ে থামে মুখ্যমন্ত্রীর কনভয়।
আদিবাসীদের এই গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতেই শোরগোল পড়ে যায়। মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখতে রীতিমতো ভিড় জমে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে নিজেদের অভাব-অভিযোগের কথা জানান স্থানীয় বাসিন্দারা। সব সমস্যা ধৈর্য ধরে শুনে সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এরপরেই ফের গাড়িতে উঠে পড়ে মুখ্যমন্ত্রী রওনা দেন ঝাড়গ্রামের উদ্দেশে। মাগুরার কাছে গিয়ে ফের থামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এবার রাস্তার পাশের একটি চপের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। নিজেই একজন চপ বিক্রেতার ভূমিকা নেন ।
চপ ভাজার সেই ভিডিও এখন স্যোসাল মিডিয়ায় রীতিমত ভাইরাল, দেখুন সেই ভিডিও -
শুধু চপ ভাজলেনই না, পরিবেশনও করলেন নিজ হাতে #MamataBanerjee #didi pic.twitter.com/TGu0GHA4Db
— SangbadEkalavya (@sangbadekalavya) November 15, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊