ICC-র বড় পদে বসলেন BCCI সচিব জয় শাহ
আইসিসির বড় পদে বিসিসিআই সচিব জয় শাহ। শনিবার সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের (New Zealand) গ্রেগ বার্কলে (Greg Barkley)। আগামী দুই বছরের জন্য এই পদে বহাল থাকবেন তিনি। বিসিসিআইয়ের তরফে এবছর বার্কলেকেই সমর্থন করা হয়।
এদিকে, আইসিসির বড় পদে বসলেন জয় শাহ। সচিব জয় শাহকে (Jay Shah) আইসিসির (ICC) অর্থ ও বাণিজ্যিক (ICC Finance and Commercial Affairs committee) বিষয়ক কমিটির প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই কমিটি সমস্ত প্রধান আর্থিক নীতিগত সিদ্ধান্ত নেয়। সেসব সিদ্ধান্ত আইসিসি-র বোর্ড পরে অনুমোদন দেয়। আইসিসির সদস্য দেশগুলি লভ্যাংশের কতটা পাবে, স্পনসরশিপ চুক্তি কী ভাবে পরিচালনা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেয় এই কমিটি।
সূত্রের খবর, 'আইসিসির প্রত্যেক সদস্যই জয়কে এই পদে মেনে নিয়েছেন।' দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান হয়ে বার্কলে বলেন, 'চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে থাকা সম্মানের।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊