House For All : এবার ঘর তৈরির খোঁজ নিতে প্রকল্প বন্ধু নিয়োগ তৃণমূল পরিচালিত পৌরসভার
কেন্দ্রের হাউস ফর অল, এবার ঘর তৈরির খোঁজ নিতে প্রকল্প বন্ধু নিয়োগ তৃণমূল পরিচালিত পৌরসভার, সবটাই ভাঁওতাবাজি, কটাক্ষ বিজেপির
House For All : জলপাইগুড়ি সহ মোট ১৫ টি পৌরসভাকে নিয়ে দু দিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে।
এই প্রশিক্ষণ শিবিরে সবার জন্য ঘর প্রকল্পের অধীনে যারা এখনো পুরো বা শেষ কিস্তির টাকা পাননি বা জি ও ট্যাগইং হয় নি সেই সব উপভোক্তাদের সমস্যার সমাধান করবে নতুন ভাবে দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বন্ধুরা।
এই প্রশিক্ষণ শেষে এমনটাই জানালেন পৌরসভার হাউস ফর অল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত তথা চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার স্বরূপ মন্ডল ।
যদিও পৌরসভার এই নতুন পরিকল্পনাকে সম্পূর্ণ ভাঁওতাবাজি বলে কটাক্ষ করেছেন জলপাইগুড়ি বিজেপি দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ।
তিনি এই প্রসঙ্গে ক্ষোভের সঙ্গে বলেন, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মাথার ওপর ছাদ নির্মাণের জন্য যে কোটি কোটি টাকা দিয়েছিলো তৃণমূল সরকার এবং নেতারা সেই অর্থ চুরি করেছে, যার জন্য আজও বহু উপভোক্তা ঘর বানানোর টাকা পাচ্ছে না, নতুন করে পৌরসভা আবারও সাধারণ নাগরিকদের ভাঁওতা দিচ্ছে এই জি ও ট্যাগ এর কথা বলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊