BSNL - ১৮ মাস ধরে বেতন পায় না, অফিস বন্ধ করে ধর্মঘট পালন কর্মীদের
বি এস এন এল (BSNL) কন্ট্রাকচ্যুয়াল কমী ইউনিয়ন সহ বি এস এন এল এর অস্থায়ী কর্মীরা জলপাইগুড়ি বি এস এন এল অফিস বন্ধ রেখে ধর্মঘট পালন করল।
১৮ মাস বেতন পায় না এই শ্রমিকরা (BSNL) । ইতিমধ্যে ১০জনের বেশি অস্থায়ী কর্মী বেতন না পেয়ে অভাবের তাড়নায় আত্মহত্যা করছে বলে অভিযোগ।
সংগঠনের সম্পাদক বিকাশ বিশ্বাস অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার বেসরকারী মোবাইল কোম্পানির সুবিধা করে দিতে পরিকল্পিত ভাবে সরকারী বি এস এন এল (BSNL) কে শেষ করে দিতে চাইছে। অস্থায়ী কর্মীদের ১৮মাস বেতন বকেয়া।
তিনি প্রশ্ন তুলেছেন, কোন সভ্য সমাজে এটা সম্ভব, কাজ করিয়ে মজুরি দেয় না। এর বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আন্দোলন চলছে আরও বড় আকারে চলবে বলেও তিনি জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊