FIFA World Cup 2022: মেসির হাতে কি উঠবে বিশ্বকাপ? দল ঘোষনা আর্জেন্টিনার
অবশেষে প্রতীক্ষার অবসান। কাতার বিশ্বকাপের দল ঘোষনা করলো মেসির দল। অধিনায়ক থাকছেন মেসিই। এবার কি বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণ হবে মেসির? এই জল্পনা এখন ফুটবল বিশ্বে। অনেকের মতে, বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে এবারই মেসির সেরা সুযোগ। এত মজবুত একাদশ আর্জেন্টিনা এর আগে কখনো পায়নি। এমনিতেও ২০২২ বিশ্বকাপ হয়ত মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। ডি মারিয়ার ও শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে, ফুটবল বিশ্বের একজন এত বড়মানের খেলোয়াড় মেসির বিশ্বকাপ জয় ফুটবলপ্রেমীদের একটু হলেও স্বস্তি দেবে। ২০১৮ বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালেই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবার বিশ্বকাপ ছোঁয়ার প্রস্তুতি নিয়েই মাঠে নামবে মেসিরা।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্রাঙ্কো আর্মানি।
রক্ষণ: নাহুল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, মার্কোস আকুনা, জুয়ান ফোয়েথ।
মাঝমাঠ: গুইডো রড্রিগেজ, রড্রিগো ডি'পল, প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আলেয়ান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পারাডেস।
স্ট্রাইকার: লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লউটারো মার্টিনেজ, পাওলো ডিবালা, জুলিয়ান অ্যালভারেজ, জোকিন কোরে, অ্যাঞ্জেলো ডি'মারিয়া।
এবারের বিশ্বকাপে বিশ্বকাপে গ্রুপ 'সি'-তে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ডের সঙ্গে রয়েছে আর্জেন্টিনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊