অনলাইন ক্যাফের আড়ালে ড্রাগস বিক্রির অভিযোগ , উত্তেজনা ধূপগুড়িতে





ধূপগুড়ি শহরের ঘোষপাড়া মোড় এলাকার একটি অনলাইন দোকানের বিরুদ্ধে ড্রাগস বিক্রির অভিযোগ। ড্রাগস বিক্রি করাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছাড়ায় ঘোষপাড়া মোড়ে।

স্থানীয়দের অভিযোগ,বেশ কিছুদিন ধরে অনলাইন দোকানের যুবক গোপাল রায় গোপনে ড্রাগস বিক্রি করছে। তাই কিছুদিন ধরে স্থানীয়রা সমস্ত বিষয়টি নজরে রেখেছিলেন। এদিন ড্রাগস কেনার জন্য খদ্দের ওই দোকানে এলে স্থানীয় বেশ কয়েকজন মিলে সেই অনলাইন দোকানে প্রবেশ করে প্রতিবাদ করতে গেলে অস্বীকার করে দোকান মালিক। এরপর একজনকে ধাক্কা দিয়ে দোকানের জানালা দিয়ে পালিয়ে যায় দোকান মালিক।

ধাক্কা দেওয়ায় এক ব্যক্তি জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ সেই দোকানে ঢুকে আদৌ ড্রাগস আছে কিনা তা খতিয়ে দেখেন তারা।

সেই দোকান থেকে কোন কিছু না মেলায় দোকান বন্ধ করে দেয় স্থানীয়রা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।