ধুপগুড়িতে বাঘ! আতঙ্ক ছড়িয়েছে সমগ্র শহরে
ধুপগুড়িতে বাঘ! আতঙ্ক ছড়িয়েছে সমগ্র শহরে । ইতিমধ্যে পুরো ঘটনা খতিয়ে দেখছে বনদপ্তরের কর্মীরা।
শনিবার রাত দশটা নাগাদ ধুপগুড়ি শহরের ক্ষুদিরাম পল্লী এলাকায় চিতাবাঘকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। সেই এলাকারই এক বাসিন্দার বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা মেলে সেই বাঘের।
জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বনদপ্তরের আধিকারিকেরা । তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজের পরিপ্রেক্ষিতে তারা অনুমান করতে পারে যে সেটি একটি চিতা বাঘ না হলেও জঙ্গল ক্যাট হতে পারে।
সিসিটিভিতে প্রাণী আসলে চিতাবাঘ নাকি অন্য কোনও প্রাণী তা খতিয়ে দেখাও হচ্ছে। এর আগে ধুপগুড়ি শহরে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে শহরে। বনদফতরের তরফ থেকে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
পুরো বিষয়টির উপর নজর দিচ্ছেন বনদপ্তরের কর্মীরা।জলপাইগুড়ির সদর ব্লকের কচুয়া কান্দিপাড়া এলাকায় খাঁচা পেতেছে বন দফতর। তবে এখনো ধরা পড়েনি সেই বাঘ ।
Watch Video News , and please subscribe our youtube channel - https://youtu.be/7Urq2sJ4SqY
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊