Cyclonic Storm Mandous: ফের ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড়!
![]() |
Cyclonic Storm - flie pic |
ফের ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড়! আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, আতঙ্কে কাঁপছেন উপকূলবাসীরাই। নভেম্বরেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে আভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। একটি ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি সিত্রাং ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল। সিত্রাংয়ের রেশ কাটতে না কাটতে চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে মিলছে এমনি তথ্য। পূর্বাভাস বলছে, আগামী ৭ থেকে ১০ নভেম্বরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে। যা ঝড়ে পরিণত হয়ে ১১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে।
এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশে আছড়ে পরার সম্ভাবনা রয়েছে। পরোক্ষ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে। ১০ নভেম্বর থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করতে পারে। পরের দিন দক্ষিণবঙ্গে ও তার পরের দিনে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণের আশঙ্কা। ঝড়ের জেরে পশ্চিমবঙ্গের উপকূলে উত্তাল হতে পারে সমুদ্র।
বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম দেওয়া হবে ‘মান্দৌস’। নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊