FIFA WORLD CUP: বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত রোনাল্ডো

Ronaldo


বিশ্বকাপ শুরুর আগেই বড় শাস্তির মুখে রোনাল্ডো। দুই ম্যাচের জন্য নির্বাসন করা হল রোনাল্ডোকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামার আগেই বড় ধাক্কা খেলেন সিআরসেভেন। নির্বাসনের পাশাপাশি ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে পোর্তুগিজ তারকা। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকা।




গত বছর এপ্রিল মাসে এভারটনের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা শেষে বিশেষভাবে সক্ষম এক দর্শক রোনাল্ডোর সাথে একটি ছবি তোলার আবদার করে। ম্যাচ হেরে তখন বেড়োচ্ছিলেন রোনাল্ডোরা। তখন ওই দর্শকের মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয় রোনাল্ডো। ভেঙে যায় মোবাইলটি। রোনাল্ডোর এই ব্যবহার ভালো ভাবে নেয়নি এফএ।



বিশ্বকাপ অভিযান শুরুর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ ঘটে রোনাল্ডোর। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জরিমানা ও নির্বাসন। এই নির্বাসনের ফলে ইংল্যান্ডের কোনো দলের আগে খেলতে নামার আগে দুই ম্যাচ খেলতে পারবে না রোনাল্ডো।