Gujrat Assembly Election 2022: গুজরাত বিধানসভা নির্বাচনে লড়ছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী ঋভবা
গুজরাত বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় চমক বিজেপির। বিজেপির টিকিট পেলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী ঋভবা জাডেজা (Ravindra Jadeja's Wife Rivaba Jadeja)। ২০১৯-এ বিজেপিতে যোগদান করেন ঋভবা। এবার পেলেন ভোটে লড়ার টিকিট। জামনগর উত্তর কেন্দ্রের বিদায়ী বিধায়ক ধর্মেন্দ্রসিং এম জাডেজাকে সরিয়ে টিকিট দেওয়া হয়েছে ঋভবাকে।
২০১৬ সালে জাদেজার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন ঋভবা। বিজেপিতে যোগ দেবার পর গ্রামে গ্রামে ঘুরেছেন। গড়ে তুলেছেন জনভিত্তি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন তিনি।
জাডেজা-পত্নী ছাড়াও রয়েছে আরও চমক। সদ্য কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগদান করা হার্দিক পটেলও রয়েছেন প্রার্থী তালিকায়। এছাড়া কংগ্রেস থেকে আসা আরও সাতজন টিকিট পেয়েছেন।
আজ দিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণার সময় দলীয় নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, যে কজন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি, তাতে তাঁদের অনুমতি নেওয়া হয়েছে।
বিগত ২৭ বছর ধরে নরেন্দ্র মোদী ও অমিত শাহের গড়ে রাজত্ব করছে বিজেপি। এবার সেখানেও ত্রিমুখী লড়াই। ভিত গড়ে তুলেছে কংগ্রেস ও আম আদমি পার্টি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊