পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, প্রতিনিধি নিয়োগ তৃণমূল কংগ্রেসের
সামনেই বিধানসভা নির্বাচন রাজ্যে। আর তার আগে ফল ভালো করতে জেলায় জেলায় প্রতিনিধি নিয়োগ করলো রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে প্রথম সারির নেতাদের বিভিন্ন জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হল এদিন।
বীরভূমের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হল অভিজিত্ সিনহা
কোচবিহারের দায়িত্বে এলেন উদয়ন গুহ
নদিয়ায় দায়িত্বে বহাল থাকলেন মহুয়া মৈত্র
কলকাতার দায়িত্বে থাকলেন দেবাশিস কুমার
আলিপুরদুয়ারের দায়িত্ব দেওয়া হল প্রকাশ চিক বণিককে
জলপাইগুড়ি দায়িত্বে থাকেলেন- মহুয়া গোপ
দার্জিলিং দায়িত্বে থাকেলেন পাপিয়া ঘোষ
কালিমপংয়ের দায়িত্বে থাকেলেন- এলবি রাই
উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকলেন- কানাইয়া লাল আগরওয়াল ও মৃণাল সরকার।
মালদায় থাকলেন আব্দুল রহিম বক্সি
মুর্শিদাবাদে খালিউর রহমান
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থাকবে অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের তত্ত্বাবধানে
হাওড়া এবং হুগলি অরূপ বিশ্বাস ও নেস্থাশিস চক্রবর্তীর দায়িত্বে দেওয়া হয়েছে
পশ্চিন বর্ধমানের দায়িত্বে থাকছেন মলয় ঘটক
পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যে দুর্নীতি ইস্যুতে এখন ব্যাকফুটে তৃণমূল। এসএসসি দুর্নীতি মামলায় যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি, তখন গোরুপাচারকাণ্ডে জেল হেফাজতে অনুব্রত মণ্ডলও। নাম জড়িয়েছে বহু নেতার। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের ফল ভালো করতেই পর্যবেক্ষকের বদলেই কি প্রতিনিধি নিয়োগ? চলছে রাজনৈতিক অন্ধরে আলোচনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊