Tea Garden: চা বাগান থেকে চিতার মৃতদেহ, চাঞ্চল্য এলাকাজুড়ে

Tiger


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানের শেষ প্রান্তে চা বাগান কতৃপক্ষের লাগানো বনসৃজন প্রকল্পে লাগানো জঙ্গল থেকে উদ্ধার হলো চিতা বাঘের মৃতদেহ চাঞ্চল ছাড়ালো এলাকায়। 



বুধবার দুপুর বেলা গ্রামের বাসিন্দারা গ্রামের পাশের ছোট জঙ্গলে গরু চরাতে গেলে তাদের নাকে পচা দুর্গন্ধ ভেসে আসে, তাতেই তাদের সন্দেহ হয় । তখন জঙ্গলের ভেতরে তারা খোঁজাখুঁজি শুরু করে, তখনি নজরে আসে চিতা বাঘের মৃতদেহটি। সাথে সাথে বিষয় টি বন কর্মীদের জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বন কর্মীরা।




বনকর্মীরা জানান উদ্ধার হওয়া চিতা বাঘের মৃতদেহটি আসলে স্ত্রী চিতাবাঘের দেহ এবং সেটি পূর্ণবয়স্ক। বয়স আনুমানিক আট বছর হবে বলেই তাদের অনুমান । মৃতদেহটি উদ্ধার করে লাটাগুরি প্রকৃতিপ্রক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।সেখানে ময়না তদন্ত হলে মৃত্যু আসল কারন জানা যাবে।