রাজ্যকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮২০০ কোটি টাকা দিল কেন্দ্র
পঞ্চায়েত ভোটের (WB Panchayet Election) আগে ধীরে ধীরে বকেয়া জট কাটাচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojona) বাড়ি তৈরির জন্য ৮২০০ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র।
শুধু প্রধানমন্ত্রীর নামই থাকবে, মুখ্যমন্ত্রীর নয় এই শর্তেই রাজ্যকে এই টাকা দিচ্ছে কেন্দ্রকে। রাজ্যের দাবি ছিল, যেহেতু এটি যৌথ প্রকল্প, তাই প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী উভয়ের নামই থাক প্রকল্পে। কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্র।
নবান্নের সূত্রে জানা গেছে, ১১ লক্ষ ৩৬ হাজার বাড়ি তৈরির জন্য ৮২০০ কোটি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ৬০ শতাংশ টাকা দিল কেন্দ্র বাকি ৪০ শতাংশ টাকা দিতে হবে রাজ্যকে। গত সপ্তাহে কেন্দ্র প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প বাবদ ৫৮৪ কোটি টাকা দেওয়া হয়েছে।
পঞ্চায়েত ভোটের আগে একে একে রাজ্যের বকেয়া মেটাচ্ছে কেন্দ্র। তবে একাধিক প্রকল্পে বাংলার জন্য টাকা বরাদ্দ করা হলেও ১০০ দিনের প্রাপ্য এখনও অধরাই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊