প্রাক্তন কে এল ও লিংক ম্যানদের মুক্তি না দিলে থানা ঘেরাও এর হুমকি

jotsna roy



জলপাইগুড়িঃ 

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পালন হয়নি, আটক প্রাক্তন কে এল ও লিংক ম্যানদের মুক্তি না দিলে থানা ঘেরাও এর হুমকি।


মঙ্গলবার জলপাইগুড়ি বাহাদুর ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রাক্তন কে এল ও লিংক ম্যানদের চাকরি, বাহাদুর অঞ্চলে বসবাসকারী ১১০ টি পরিবারের জমির পাট্টা সহ নানান দাবিতে শহরের বুকে মিছিল করে নিজেদের দাবী গুলো সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হলো আবারো।

এই আন্দোলন প্রসঙ্গে আন্দোলনের নেত্রী জোৎস্না রায়, বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পরে কিছু প্রাক্তন কে এল ও লিংক ম্যানকে চাকরি দেওয়া হলেও অনেকেই আজ পর্যন্ত চাকরি পায় নি, উল্টে বার বার নানান কাগজপত্র চেয়ে আমাদের হয়রান করা হচ্ছে।

এছাড়া গত সোমবার রাত থেকে যাদের আটক করে রেখেছে পুলিশ তাদের মুক্তি না দিলে থানা ঘেরাও করা হবে।

অপরদিকে সূত্রের খবর ময়নাগুড়ি থানা এলাকায় তপন অধিকারী সহ মোট ৯ জন প্রাক্তন কে এল ও লিংক ম্যানকে সোমবার রাতে পুলিশ বাড়ি থেকে তুলে এনে থানায় আটকে রেখেছে।