WB Primary TET Practice Set Bengali প্রাইমারি টেট প্র্যাকটিস সেট বাংলা,wb primary tet,practice set

WB Primary TET Practice Set Bengali




২০১৩ সালের টেট পরীক্ষার বাংলা প্রশ্ন, উত্তরসহ । WB Primary TET পরীক্ষার প্রস্তুতিতে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশ্নোত্তর নিয়মিত দেওয়া হবে। পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন- Telegram 

১। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজ পাঠ’ বইয়ের ছবিগুলি এঁকেছিলেন-

ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

খ) রামকিঙ্কর বেইজ

গ) নন্দলাল বসু

ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তর- গ) নন্দলাল বসু



২। ‘পাখি সব করে রব রাতি পোহাইল।

কাননে কুসুম কলি সকলি ফুটিল।।’ -পঙক্তিটি লিখেছিলেন-

ক) মাইকেল মধুসূদন দত্ত

খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

গ) মদনমোহন তর্কালংকার

ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর- গ) মদনমোহন তর্কালংকার



৩। নীচের কোন্‌ চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়?

ক) ফেলুদা

খ) ঘনাদা

গ) পিন্ডিদা

ঘ) টেনিদা

উত্তর- ঘ) টেনিদা

৪। ‘আক্কেল-সেলামি’-এই বাগ্‌ধারাটি যে বিশিষ্ট অর্থে প্রযুক্ত হয়, তা হল-

ক) মনে আঘাত দেওয়া বোঝাতে

খ) গণ্যমান্য লোক বোঝাতে

গ) বোকামির শাস্তি বোঝাতে

ঘ) সহজসাধ্য কাজ বোঝাতে

উত্তর- গ) বোকামির শাস্তি বোঝাতে



৫। ‘গালিভারস ট্রাভেলস’ উপন্যাসটি লিখে অমর হয়েছেন-

ক) মার্ক টোয়েন

খ) জনাথান সুইফট

গ) ডি.এইচ.লরেন্স

ঘ) চার্লস ডিকেন্স

উত্তর- খ) জনাথান সুইফট



৬। নীচের কোন্‌ বানানটি ভুল ?

ক) নৃশংস

খ) কটুক্তি

গ) করনীয়

ঘ) উচিৎ

উত্তর- গ) করনীয়



৭। নীচের কোন্‌টি ‘স্বরলোপ’-এর উদাহরণ ?

ক) বড্ড

খ) দহ

গ) নস্যি

ঘ) জানালা

উত্তর- ঘ) জানালা



৮। সত্যজিৎ রায়-এর ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমাটির মূল কাহিনিকার-

ক) লীলা মজুমদার

খ) সত্যজিৎ রায়

গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

ঘ) সুকুমার রায়

উত্তর- গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী



৯। দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের শেষে যে চিহ্নটি সাধারণত ব্যবহৃত হয়, সেটি হল-

ক) প্রশ্নচিহ্ন (?)

খ) দাঁড়ি (া)

গ) সংযোজক চিহ্ন (-)

ঘ) বিস্ময়সূচক চিহ্ন (!)

উত্তর- ঘ) বিস্ময়সূচক চিহ্ন (!)



১০। কালানুক্রম অনুসারে কোন্‌ তালিকাটি ঠিক ?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুখলতা রাও, রবীন্দ্রনাথ ঠাকুর, লীলা মজুমদার

খ) সুখলতা রাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুখলতা রাও, লীলা মজুমদার

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লীলা মজুমদার, সুখলতা রাও

উত্তর- গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুখলতা রাও, লীলা মজুমদার



১১। অক্ষর পরিচয়ের বইতে গোপাল-রাখালের গল্প লেখেন-

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ) রথীন্দ্রনাথ ঠাকুর

ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তর- খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর



১২। কোন্‌ গোয়েন্দা চরিত্রটি বয়সে সবচেয়ে নবীন ?

ক) বোমকেশ বক্সী

খ) কিরিটী রায়

গ) প্রদোষচন্দ্র মিত্র

ঘ) শার্লক হোমস

উত্তর- গ) প্রদোষচন্দ্র মিত্র



১৩। বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক হল-

ক) কারক

খ) সন্ধি

গ) সমাস

ঘ) প্রত্যয়

উত্তর- ক) কারক



১৪। নীচের কোন্‌টি শিশুদের পত্রিকা?

ক) প্রবাসী

খ) হিতবাদী

গ) সাধনা

ঘ) শুকতারা

উত্তর- ঘ) শুকতারা



১৫। ই,উ,ঋ -এগুলিকে বলা হয়-

ক) আনুনাসিক বর্ণ

খ) স্বরধ্বনি

গ) শিস্‌ ধ্বনি

ঘ) অন্তঃস্থ বর্ণ

উত্তর- খ) স্বরধ্বনি



১৬। নীচের কোনটি তৎসম শব্দের উদাহরণ?

ক) ডাক্তার

খ) প্রভাত

গ) বায়না

ঘ) লুচি

উত্তর- খ) প্রভাত



১৭। নীচের কোন্‌ বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ?

ক) খাপছাড়া

খ) চাঁদের পাহাড়

গ) ভূত ও মানুষ

ঘ) পাততাড়ি

উত্তর- খ) চাঁদের পাহাড়



১৮। নীচের কোন্‌টি ‘দেশি’ শব্দের উদাহরণ?

ক) গেলাস

খ) মুড়ি

গ) কেওন

ঘ) কানু

উত্তর- খ) মুড়ি



১৯। নীচের কোন্‌টি খাঁটি বাংলা প্রত্যয়ের দৃষ্টান্ত ?

ক) ধন+বতুপ = ধনবান

খ) কৃ+তব্য = কর্তব্য

গ) তৎ+ময় = তন্ময়

ঘ) বোকা+আমি =বোকামি

উত্তর- ঘ) বোকা+আমি =বোকামি



২০। নীচের কোন্‌ বাক্যটিতে গঠনগত ভুল আছে?

ক) সবিনয় নিবেদন

খ) সব পশু তৃণভোজী

গ) কেবলমাত্র শুধু মেয়েরা বসবে

ঘ) ব্যথায় টন্‌টন্‌ করে

উত্তর- গ) কেবলমাত্র শুধু মেয়েরা বসবে


Tag: 
WB Primary TET Practice Set Bengali প্রাইমারি টেট প্র্যাকটিস সেট বাংলা,wb primary tet,practice set