দুয়ারে সরকারের নতুন চমক, এবার হবে আধার কার্ডের ফর্ম ফিলাপ


duare sarkar



পঞ্চায়েত ভোটের আগে সাড়া রাজ্যের সাথে জলপাইগুড়ি শহরের দুই জায়গায় শুরু হলো দুয়ারে সরকার শিবির, চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত।

আগের বারের মতো এবারেও জনগন নানান কেন্দ্রীয় এবং রাজ্যে সরকারের প্রকল্প এবং পরিষেবার সুযোগ পাবে এই শিবিরে। তবে জলপাইগুড়ি পৌরসভার সিটি ম্যানেজার তপন রায় জানিয়েছেন এবারের বিশেষ যে সুবিধা পাবে জনগন তা হলো, আধার কার্ড সংক্রান্ত।

এই দুয়ারে সরকার শিবিরে থেকে আধার কার্ডের ফর্ম ভর্তি করতে পারবে সবাই।