৭ ডিসেম্বরের মধ্যে নিশীথ প্রামানিককে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ আদালতের 






কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। সোনার দোকানে চুরির অভিযোগ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। ২০০৯ সালে আলিপুরদুয়ার (Alipurduar) শহরে দুটো সোনার দোকানে চুরির অভিযোগ রয়েছে মন্ত্রীর বিরুদ্ধে। ১১ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোটের বিচারক।



আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নিশীথ প্রামানিককে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্ট। গ্রেফতার না করা হলে বা করতে না পারলে কেন করা গেল না তা পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। আলিপুরদুয়ার আদালতে নিশীথ প্রামানিকের আইনজীবী দুলাল ঘোষ বলেন, “থার্ড কোর্টের বিচারক এই নির্দেশ দিয়েছেন বলে শুনেছি। আমার অজ্ঞাতে এই নির্দেশ হয়েছে। আমরা ভবিষ্যতে কী করব তা পরে জানাব।”



২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের বাদলনগরের জয়গুরু জুয়েলার্সে চুরির ঘটনায় ওই বছর ২ মে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেন সোনার দোকানের মালিক রতন ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বিরুদ্ধে আই পি সি ৪৫৭,৩৮৫ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু হয়। ওই মাসেই আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়াতে পাল জুয়েলার্সে চুরির ঘটনায় ১৩ মে অভিযোগ দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ৪৬১, ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। দুই মামলার বিচার বারাসাতের এমএলএ, এমপি আদালতে বিচারের জন্য গেলেও হাইকোর্টের অনুমতি ক্রমে আলিপুরদুয়ারের ট্রায়াল কোর্টে চলে আসে।