পার্শ্বশিক্ষকদের কাছে আবারো জোর ধাক্কা খেলো রাজ্য
যেদিন থেকে পার্শ্বশিক্ষকরা নিযুক্ত হবেন সেদিন থেকেই তাদের ইপিএফ (EPF) দিতে হবে। এই নিয়ে আদালতে মামলা করা হয় এবং সেই মামলায় জয় যুক্ত হন বিক্ষোভকারী পার্শ্বশিক্ষকরা। কিন্তু রাজ্য সরকার সুপ্রীমকোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানায়। আজ সেই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্ট।
ফলে রাজ্যের পার্শ্বশিক্ষকদের কাছে জোর ধাক্কা খেলো রাজ্য । রাজ্য পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে ফেসবুক লাইভে - 'রাজ্যসরকারের মুখে আবারো একবার সপাটে থাপ্পর, রাজ্য সরকার, প্রকল্প দপ্তর , পিবিবিএসএস এম এর উপর আরো একবার থাপ্পর।" বলে বর্ননা করা হয়েছে।
প্রসঙ্গত আইন থাকার পরেও রাজ্য সরকার রাজ্যের পার্শ্বশিক্ষকদের ইপিএফ (EPF) দেওয়ার বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ । সুপ্রীম কোর্টে আজ ইপিএফ মামলা (EPF CASE) খারিজ করে দিয়েছে, ফলে রাজ্যের পার্শ্বশিক্ষকরা সুপ্রিম কোর্টেও জয়লাভ করলো।
রাজ্য পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এরপর চাইল্ড রেজিস্টার নিয়েও মামলা চালাবেন তারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊