Primary TET: চলতি বছরেই চাকরি, প্রাথমিকে নিয়োগ নিয়ে একাধিক বড় ঘোষনা সভাপতির

Primary TET




প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে বড় ঘোষনা করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। ২০১৪ ও ২০১৭ সালের টেট পাশ প্রার্থীদের এই বছরেই চাকরি দেওয়ার ঘোষনা দিলেন পর্ষদ সভাপতি।



সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন প্রতি বছর দুইবার টেট নেওয়ার কথা জানান। পাশাপাশি স্বচ্ছতার সাথে নিয়োগের প্রতিশ্রুতি দিলেন।



সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি জানিয়েছেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ব্যাপারে ইতিমধ্যে ঘোষণা হয়েছে। ২১ অক্টোবর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। ২০১৪ এবং ২০১৭ সালে যাঁরা টেট পাশরাও আবেদন করতে পারবেন। আমরা চেষ্টা করব এ বছরই চাকরি দেওয়ার।




তিনি আরো বলেন, প্রতি বছর ২ বার টেট-এ নিয়োগ হবে। টেট পাশ করলেই চাকরির যোগ্যতা অর্জন করা যায় না। ২০১৬-র নিয়ম অনুযায়ী নিয়োগ হবে।



সরকারি ও সরকার পোষিত প্রাইমারি সহকারি স্কুলে শিক্ষক (Recruitment of Assistant Teacher) নিয়োগে গত ২৯ সেপ্টেম্বর জারি হয়েছে বিজ্ঞপ্তি। আগামী ২১শে অক্টোবর থেকে করা যাবে আবেদন‌। টেট পরীক্ষা হবে ১১ই ডিসেম্বর। মোট ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়।