আন্তর্জাতিক বালিকা দিবস উদযাপন

International Girl Child day celebration




অভীক মিত্র - আজ ১১ই অক্টোবর আন্তর্জাতিক বালিকা দিবস। এদিন আন্তর্জাতিক বালিকা দিবস উদযাপন করা হল "জবালা" ও আইসিডিএস স্যাগ কন্যাশ্রী প্রকল্পের সহযোগীতায় বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের রামপুর গ্রামপঞ্চায়েতে । রামপুর গ্রামপঞ্চায়েতের সমস্ত আইসিডিএস সেন্টার থেকে চার পাঁচজন করে কিশোরী উপস্থিত হয়ে নিজেরাই নিজেদের মত করে অনুষ্ঠান পরিচালনা করেন । মোট উনআশিজন কিশোরী অঙ্গনাওয়াড়ী কর্মী ও আশা কর্মী উপস্থিত ছিলেন ।



আজকের অনুষ্ঠানটি পরিচালনা করেন অনিমা মন্ডল ও শ্বাশ্বতী মন্ডল । উদ্বোধনী সংগীত পরিবেশন করে সংগীতা মন্ডল । অনুষ্ঠানে হাতধোয়া পদ্ধতি নিয়ে আলোচনা করেন আশাকর্মী রিতা ঘোষ । নৃত্য পরিবেশন করে সংযুক্তা মন্ডল । পুষ্টি পতাকা নিয়ে আলোচনা করেন স্যাগ কন্যাশ্রী প্রকল্পের ফিলড ফ্যাসিলেটার রেখা মন্ডল । পরিশেষে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন স্যাগ কন্যাশ্রী প্রকল্প কো-অডিনেটর হৃদয়কুমার সিংহ বাল্যবিবাহ আইনে শাস্তি বিষেয় তুলে ধরা হয়।



এরপর আর কোন আলোচনা না থাকায় রামপুর পঞ্চায়েত প্রধানের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আজকের মত সমাপ্ত ঘোষনা করেন সকলকে ধন্যবাদ জানিয়ে শাশ্বতী মন্ডল ও অমিমা মন্ডল ।