Latest News

6/recent/ticker-posts

Ad Code

BCCI President: বিসিসিআই প্রেসিডেন্টের পদ হারাচ্ছেন সৌরভ, কে হতে চলেছেন নতুন সভাপতি?

BCCI President: ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হতে চলেছে সৌরভ জামানা


Sourav Gangully



ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হতে চলেছে সৌরভ জামানা। সব ঠিক থাকলে ভারতীয় ক্রিকেটের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জায়গায় বসতে চলেছেন ৮৩-র বিশ্বকাপ জয়ের নায়ক রজার বিনি (Roger Binny)।



সূত্রের খবর, বিসিসিআইয়ের কোনও পদই পাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিজেপিতে যোগ দিলেন না বলেই কি পদচ্যুত হতে হল সৌরভকে? সৌরভ কি শিকার হলেন রাজনীতির? উঠছে এমন প্রশ্ন সৌরভ ঘনিষ্ঠ মহলে।


আজ ও কাল সকলে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৩ অক্টোবর সেই মনোনয়ন খতিয়ে দেখা হবে। ১৪ অক্টোবর পর্যন্ত মনোনয়ন ফিরিয়ে নেওয়ার সময় রয়েছে। এরপর যদি একাধিক ব্যক্তি এক পদের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেন, তবেই ১৮ অক্টোবর নির্বাচন হবে। 



বোর্ডের সহসভাপতির পদে বহাল থাকছেন রাজীব শুক্লা (Rajiv Shukla)। জয় শাহর (Jay Shah) নতুন সভাপতি হিসাবে উঠে আসলেও, জানা যাচ্ছে তাঁকে বিসিসিআই সচিব পদেই দেখা যাবে। এমনটাই খবর এই মুহূর্তে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code