নিশীথ প্রামাণিককে অপমানের অভিযোগে উদয়ন গুহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ বিজেপির

Bjp



কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামাণিককে অপমান করবার অভিযোগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কুশপুতুল দাহ করে অবস্থান বিক্ষোভ কোচবিহার জেলা বিজেপির। শুক্রবার গুড়িয়াহাটি ইউনিট সংলগ্ন মোড়ে দিনহাটার বিধায় তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।



এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতি রাভা রায় সহ অন্যান্য নেতৃত্বরা।



প্রসঙ্গত, সম্প্রতি দিনহাটায় তৃণমূলের প্রতিবাদ সভায় মন্ত্রী উদয়ন গুহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গোঁফ দাড়ি উপড়ে ফেলবার হুঁশিয়ারি দেন। আর এর জেরেই ক্ষিপ্ত হয় জেলা বিজেপি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই ধরনের মন্তব্য একটি রাজ্যস্তরের মন্ত্রীর কাছে শোভা পায় না।