শুনানি নিয়ে জটিলতা! সশরীরে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ আদালতের


partha





শুনানি নিয়ে জটিলতা.। আজ ভার্চুয়ালি শুনানি থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে শুনানি সম্ভব হয়নি।শুনানি নিয়ে জটিলতার শেষে আদালত সোমবার সশরীরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজির করার নির্দেশ দিয়েছেন। এসএসসি মামলায় অভিযুক্ত পার্থকে সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে পার্থকে আদালতে হাজির করাতে হবে বলে জানিয়ে দিল কোর্ট।




এত দিন ভার্চুয়াল মাধ্যমে আদালতের বিচার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিনও ছিল ভার্চুয়াল শুনানি। কিন্তু সিবিআইয়ের এই আদালতে ভার্চুয়াল শুনানির লিঙ্ক কাজ করছিল না। ফলে পার্থকে ভার্চুয়াল শুনানিতে হাজির করানো যায়নি।



আদালত জানিয়ে দেয়, একই মামলায় দু’দিন শুনানি করা সম্ভব নয়। সোমবার অর্থাৎ ৩১ অক্টোবর পার্থ-সহ এসএসসি-র সিবিআই মামলায় অভিযুক্ত সকলকে সশরীরে হাজির করাতে হবে আদালতে।