দুষ্কৃতির আক্রমনে আহাত তিন বিজেপি কর্মী, সাজানো ঘটনা বললেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া

বিজেপি কর্মী



রবিবার সিতাই বিধানসভার ব্রহ্মত্তরচাত্রা অঞ্চলে বিজেপির মন্ডল সভাপতিদের নিয়ে একটি বৈঠক চলছিল। বিজেপির অভিযোগ প্রথম একটি মন্ডলে বিজেপির মিটিংয়ে আসতে কর্মীদের বাধা দেওয়া হয় পরবর্তীতে তারা সেই বাধা কাটিয়ে মিটিং করে এবং পরবর্তীতে বৈঠক শেষে যখন সেই বাড়ি যাচ্ছিল তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাথর লাঠি বল্লম বন্দুক নিয়ে তাদের উপর আক্রমণ চালায় । 

কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে জানানো  এমতাবস্থায় গুরুতর আহত হন তিন বিজেপি কর্মী, বর্তমানে তারা কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

তবে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাজানো ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন সিতাই তৃনমূল কংগ্রেসের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।