Teacher Recruitment: রাজ্যের ১৭১৯টি স্কুলে ICT Computer Teacher নিয়োগ, জানুন বিস্তারিত
1719 স্কুলে ICT computer teacher নিয়োগ শুরু হতে চলেছে শীঘ্রই। ২০১৯-এ ৬৫০০০ ICT Computer Teacher নিয়োগ করা হয়। এই মুহূর্তে রাজ্যের ১৭১৯টি স্কুলে এই পদ খালি রয়েছে। খুব শীঘ্রই এই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতৈ চলেছে।
১৭১৯টি স্কুলে শুরু হতে চলেছে প্রজেক্ট। ১৭১৯ স্কুলে ICT Computer Teacher নিয়োগ খুব শীঘ্রই আরম্ভ হতে চলেছে। এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
2019 অনুযায়ী রাজ্যে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের (ICT Computer Teacher) মাসিক সাম্মানিক 10,000 করে দেওয়া হয়। বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
রাজ্যজুড়ে মোট1719 টি স্কুলে একজন করে নিয়োগ করা হবে। নতুন 1719 টি স্কুলে প্রজেক্ট শুরু হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊