Latest News

6/recent/ticker-posts

Ad Code

Congress New President: কংগ্রেসের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে

Congress New President: কংগ্রেসের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে


Mallikarjun Kharge




২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে কেউ হলেন কংগ্রেসের সভাপতি। আগে নিশ্চিত হয়েছিল এবার গান্ধী পরিবারের কেউ সভাপতি হচ্ছেন না। সভাপতি নির্বাচনের দৌড়ে ছিলেন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের নয়া সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে।




৭০০০-এর বেশি ভোটে শশী থারুরকে হারিয়ে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং সাংসদ মল্লিকার্জুন খাড়গে।




ফল ঘোষণার পরেই নয়াদিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে গিয়ে তাঁরে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের বিদায়ী সভানেত্রী সনিয়া গাঁধী। নয়া সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন পায়লট। শুভেচ্ছা জানিয়ে টুইপ করেছেন শশীও।




খাড়গের প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৯৭।

শশী তারুরের প্রাপ্ত ভোট ১০৭২।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code