Tanjin Tisha: সাগরপাড়ে দারুন মেজাজে তানজিন তিশা
সম্প্রতি নিউইয়র্কে গিয়েছেন তানজিন তিশা। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে এ মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছেন তানজিন তিশা। মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ ও পরিচালক আদনান আল রাজীব এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-ও রয়েছে সেই তালিকায়।
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড আয়োজন শেষে তানজিন তিশারা নিজেদের মতো করে ঘুরতে বেড়িয়েছেন বলে খবর। আর সেখান থেকেই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিশা। মেক্সিকোতে রয়েছে তিশা এমনটাই খবর।
চারটি ছবি পোস্ট করে তিশা ক্যাপশন দিয়েছেন ‘হেই মাই লাভ’। তবে ছবি কে তুলে দিয়েছেন, সে ব্যাপারে কিছুই জানাননি। এমনকি এসব স্থিরচিত্র কোনো নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
বাংলাদেশের বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটক থেকে বিজ্ঞাপন তানজিন তিশা জনপ্রিয়তা পেয়েছে। এই বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা।
তিনি টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন। ইউ-টার্ন নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊