Cyclone Sitrang : বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় 'সিত্রাং' সৃষ্টির আশঙ্কা
চলতি মাসের (অক্টোবর) মাঝামাঝি সময়ে দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। আর এরপরই অর্থাৎ আগামী সপ্তাহের শেষে দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে সেটি কোন স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে, তা এখনই বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে এটি অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ ও ভারতের উপকূলের কোনো একটি স্থান দিয়ে স্থলভাগ পার হতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘সিত্রাং’। নামটি থাইল্যান্ডের দেওয়া।
আবহাওয়াবিদদের মতে চলতি মাসে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এর বেশি এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ, একটি সিস্টেমে কয়েকটি ধাপ পার হয়ে তারপর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ১৭ অক্টোবর নিম্নচাপে পরিণত হয়ে পরের দিন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানা যাচ্ছে।
সবাই খুব সাবধানে থাকবেন
ReplyDeleteAto khor tufan r valo lave na, sob kichu prolitrir khela
ReplyDelete😳 OMG ato ghurni jhor
ReplyDeleteঘূর্ণিঝড় সর্বদা দুःখ জনক
ReplyDeleteKhub i bhoyonkor bepar ...
ReplyDeleteখুবই ভয়াবহ
ReplyDeleteখুবই ভয়ানক
ReplyDeleteকি হচ্ছে এসব
ReplyDelete