WB School: অভিনব উদ্যোগ! স্কুলে এবার শিশু সংসদ
WB School: অভিনব উদ্যোগ নিতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর! স্কুলে এবার চালু হচ্ছে শিশু সংসদ। স্কুলের বিভিন্ন বিষয়ের সাথে যাতে পড়ুয়াদের একটা সংস্পর্শ থাকে তা নিশ্চিত করতেই শিশু সংসদের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
জানা যাচ্ছে স্কুলে স্কুলে তৈরি হবে শিশু সংসদ। শিশু সংসদের কাজ হবে স্কুলে বিভিন্ন বিষয়ে তদারকি করা। শিশুদের বিভিন্ন রকম দায়িত্ব দেওয়া হবে। শিশুরা সেই বিষয়ের ওপর নজরদারি রাখবে। কারও দায়িত্ব থাকবে স্কুলে যে মিড ডে মিল এর উপরে নজর রাখা। মিড ডে মিলের খাবার খেয়ে দেখে সে বলবে খাবার ঠিকঠাক রান্না হয়েছে কিনা। কাউকে দায়িত্ব দেওয়া হবে স্কুলের বাথরুম সাফ রয়েছে কিনা তা নজরে রাখা। এরকম একাধিক বিষয়ের দায়িত্ব থাকবে শিশু সংসদের।
পাশাপাশি স্কুল পড়ুয়াদের প্রয়োজনে আর কী করা প্রয়োজন তাও শিক্ষকদের কাছে তুলে ধরবে সংসদ। অনেকটা ছাত্র সংসদের ধাঁচেই কাজ করবে শিশু সংসদ। আগামী শিক্ষাবর্ষ থেকে শিশু সাংসদ চালু করার চেষ্টা চলছে বলছে খবর।
এদিকে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতেই এবার সম্মান জানানো হবে শিশুদের। অনেকটা গ্র্যাজুয়েশন সেরিমনির মতো করে। এরজন্য ১৩দফা গাইডলাইন প্রকাশিত হয়েছে
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊