Urfi Javed: ‘যৌন উত্তেজক’ ভিডিয়ো প্রকাশ! আইনি জটিলতায় উরফি জাভেদ
সোশ্যাল মিডিয়ায় সব সময় সেনসেশন উরফি জাভেদ। তাঁর হট সেক্সি অর্ধনগ্ন ফ্যাশন স্টেটমেন্ট নেট দুনিয়ায় তোল পাড় তোলে। অবশ্য এরুপ ফ্যাশন স্টেটমেন্ট এর জন্য কখনো কখনো ট্রোলড হন কিন্তু তাতে কিছুই মনে করেন না তিনি। কখনো ব্লেড আবার কখনো দড়ি আবার কখনো স্তনে হাত দিয়ে ক্যামেরার সামনে চলে আসেন উর্ফি।
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে উরফির মিউজিক ভিডিয়ো ‘হায় হায় ইয়ে মজবুরি’। সেই গানের ভিডিয়োয় স্বল্পবসনে যৌনতা ছড়িয়ে বিতর্কে উরফি। পড়তে হল আইনি জটিলতায়। ইটাইমের এক রিপোর্ট বলছে, গত ২৩শে অক্টোবর দিল্লিতে নায়িকার নামে অভিযোগ জমা পড়েছে। যৌন উত্তেজক ভিডিও পোস্টের কারণেই জমা পড়েছে অভিযোগ।
গত ১১ই অক্টোবর এই মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। ভিডিওতে, বৃষ্টিতে ভেজা শরীর থেকে ছুঁইয়ে পড়ছে উষ্ণতা, লাল কাঁচুলি যেন খুলে পড়ছে! শাড়ির সুরু আঁচল বুকের মাঝখানে- এমন সাজেই সেক্সি লুকে উদ্দাম নেচে চলেছেন উরফি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊