Elon Musk Takes Twitter: আশঙ্কাই সত্যি হল! ট্যুইটারের দখল নিয়েই সিইও পরাগ আগরওয়ালকে ছেঁটে ফেললেন এলন মাস্ক

Elon Musk


আশঙ্কাই সত্যি হল! ট্যুইটারের দখল নিয়েই সিইও পরাগ আগরওয়ালকে ছেঁটে ফেললেন এলন মাস্ক। শুক্রবারের মধ্য়েই ট্যুইটার কেনার চুক্তি সম্পন্ন করার কথা ছিল টেসলার কর্ণধারের। সংবাদ সংস্থা AFP জানাচ্ছে, নির্দিষ্ট সময়সীমার মধ্য়েই এই কাজ করেছেন এলন। ট্যুইটারের দখল নিয়েই সিইও পরাগ আগরওয়াল ও বড়কর্তাদের ছেঁটে ফেললেন এলন মাস্ক।


সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে , ট্যুইটার সিইও পরাগ আগরওয়াল ছাড়াও সংস্থার আইনি নীতি ও ট্রাস্টের প্রধান বিজয় গাড্ডে ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার নেদ সেগালকে সরিয়ে দেন মাস্ক। ছাঁটাইয়ের তালিকায় রয়েছে আরও বেশকিছু নাম। এর মধ্য়ে কোম্পানির অনেক বড় পদের আধিকারকরাও রয়েছেন। 


ক্ষমতা হাতে নিয়েই পরাগের চাকরি কেড়ে ্নিলেন মাস্ক। ট্যুইটার কিনলে পরাগের চাকরি যাওয়াটা ছিল কেবল সময়ের অপেক্ষা।সংবাদ সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী সেই ঘটনাই ঘটেছে।