Latest News

6/recent/ticker-posts

Ad Code

Agnimitra Pal: বিধায়ক অগ্নিমিত্রা পলের নিখোঁজ পোস্টার পড়ল এলাকায়

বিধায়ক অগ্নিমিত্রা পলের নিখোঁজ পোস্টার পড়ল এলাকায়

Agnimitra pal poster


আসানসোলের সাংসদের পর এবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের নিখোঁজ পোস্টার পড়ল এলাকায়।গতকাল এক পোস্টারে অভিযোগ করা হয়েছিল, আসানসোলের সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ 'বিহারীদের ছট পুজোর সময় বিহারী বাবুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না', এমন কটাক্ষও করা হয়েছে।



আসানসোলের সাংসদের পর এবার আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পলের নিখোঁজ পোস্টার পড়লো এলাকায়।শুক্রবার এমনেই ছবি দেখা গেল। আসানসোলের গোপালপুর সংলগ্ন ফ্লাওয়ার মিল রাস্তায়। যদিও এই ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে।



পোস্টারে লেখা রয়েছে লোক আস্থার মহাপর্ব ছটপুজা উপলক্ষে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক মহাশয়া। অগ্নিমিত্রা পল নিজের বিধান সভায় নিখোঁজ রয়েছে। খুঁজলেও পাওয়া যায়না।যে খুঁজে দেবে ভগবান সূর্যদেবের আশীর্বাদ পাবে।এমনটাই লেখা রয়েছে পোস্টারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code