Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mother's Birthday Celebration: মায়ের জন্ম শতবর্ষে অভিনব উদ্যোগ মেয়ের

মায়ের শতবর্ষে অভিনব উদ্যোগ মেয়ের

Mother birthday celebration



নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে এক বুক ভালোবাসা।



যেখানেতে দেখি যাহা

মা এর মতন আহা

একটি কথায় এত সুধা মেশা নাই।

মায়ের মতন এত

আদর সোহাগ সেতো

আর কোন খানে কে পাইবে ভাই।

হেরিলে মায়ের মুখ

দুরে যায় সব দুঃখ

মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান.....




এই মায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এক অভিনব নিদর্শন দেখা গেল নিগমনগরে সমাজ কর্মী সুজাতা চক্রবর্তী মহাশয়ার বাড়িতে। নাচ গান আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে তিনি উদযাপন করলেন মায়ের শততম জন্মদিন । বহু জ্ঞানী গুণীজনদেরদের উপস্থিতিতে তার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বার্তা দিলেন বর্তমান দিনে পিতা মাতার প্রতি সন্তানের অবহেলা দিন দিন বেড়েই চলেছে, অথচ বাবা মায়ের আশীর্বাদে আমাদের পৃথিবীর আলো দেখা। তাই সন্তানদের পিতা মাতার প্রতি যত্নশীল হওয়া উচিত। মানুষ যাতে মানবিক হয়ে ওঠে সেই কথাই তিনি জানান।




প্রসঙ্গত সুজাতা চক্রবর্তী জানান তার মা কাত্যায়নী চক্রবর্তী কোচবিহার জেলার খাগরাবাড়তি ১৩৩০ বঙ্গাব্দের ১১ কার্তিক রোববার জন্মগ্রহণ করেন। আজ জন্মদিনের শতবর্ষ পূর্তি।আজ বিভিন্ন ক্লাব ও সম্মানীয় গুণীজনদের উপস্থিতি এদিন উদযাপিত হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক সন্তোষ মুখার্জী, অজিত দেবনাথ মহাশয়। সেই সাথে উপস্থিত ছিলেন বাসন্তী বর্মন গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যা, দেবযানী মিত্র গণতান্ত্রিক মহিলা সমিতির সভানেত্রী, শোভন লাল দে জ্ঞানদা সুন্দরী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রর প্রধান শিক্ষক সহ আরো অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code